আমাদের লাগানো আম গাছ
আমাদের লাগানো আম গাছের চারা । এই আম গাহ গুলো আর ২ বছর পরে আম দেবে ইনশাল্লাহ । স্বপ্নগুলো বড় হচ্ছে আমাদের সাথে সাথেই !
সুইট ফ্রুটস
প্রজেক্ট সুইট ফ্রুটস এর কাজ শেষের দিকে , এই প্রজেক্ট আগলা, জামিরাতে অবস্থিত ।
২৬ বিঘা
২০ বিঘায় আম, ১ বিঘায় কফি বাগান, ৩ বিঘায় আখ, ৩ বিঘায় ড্রাগন ।
আম লাগানর কাজ হয়ে গেছে, আখ ৩ বিঘায় লাগানো হয়ে গেছে, ৮৫০ টি কফি চারা লাগানো হয়েছে ।
১৩ জন বিনিয়োগ করেছেন
আমাদের উপর ১৩ জন ভরসা করেছেন । আমরাও, তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সর্বোচ্চ পরিশ্রম করে তাদেরকে বিনিয়োগের হালাল উপার্জন ফিরিয়ে দিতে ।